কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২য় দিনের মত চলছে ৪র্থ ধাপে অনুষ্ঠিত সকল কেন্দ্রের স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের তদন্ত কার্যক্রম।
আজ বোধবার সকালে উপজেলা পরিষদ হল রোমে নির্বাচনের দায়িত্বে থাকা সকল কর্মকর্তা কর্মচারীদের লিখিত জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ তদন্ত কার্যক্রম শুরু করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ^াস,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন ও সিনিয়র সহকারি সচিব মিজানুর রহমান। উপজেলার মোট ৮৯টি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা সকল কর্মকর্তা কর্মচারী ছাড়াও প্রার্থীদের এজেন্ট, এলাকাবাসীর মতামত গ্রহণপূর্বক নির্বাচন কমিশনকে প্রতিবেদন প্রদান করবেন এ তদন্ত কমিটি। ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধানে দায়িত্বে অবহেলার জন্য কটিয়াদী থানার ওসি শামসুদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম কিশোরগঞ্জকে প্রত্যাহার করা হয়েছে এবং যাদের কারণে সরকারী অর্থ অপচয়, গুরুত¦পূর্ণ কর্মদিবস আর দায়িত্বে থাকা প্রায় তিন হাজার কর্মীর শ্রম বিনষ্ঠকারীদের শাস্তির আওতায় আনার যথাযোগ্য সুপারিশসহ তদন্ত করবে তদন্ত কমিটি।
Leave a Reply