মো.এখলাছ উদ্দিন,কটিয়াদী
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে রেজবীয়া তরীকত ফেডারেশনের উদ্যোগে ঈদে-মিলাদুন্নবী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রেজবীয়া তরীকত ফেডারেশনের উদ্যোগে শুক্রবার সকালে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার বেইথর রেজবীয়া খানকা শরীফ হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড বালুর মাঠে গিয়ে শেষ হয়।
পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো.সোহরাব উদ্দিন, রেজবীয়া দরবার শরীফের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আল-আমিন,মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রেজবীয়া দরবার শরীফের সভাপতি মো.সৈয়দুজ্জামান সৈয়দু প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু বক্কর রেজবী।
Leave a Reply