মো.কাইয়ুম হাসান,কটিয়াদী
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় নির্বাচন অফিসের উদ্দ্যোগে আজ সকালে কটিয়াদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রোমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় নির্বাচনকে অর্থবহ,সুষ্ঠ ও সুন্দর করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ শফিকুল ইসলাম,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া শারমিন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান কেয়া , অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ র্নিবাচনের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply