কটিয়াদী প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নবর্বষ ১৪২৬ উদযাপিত হয়েছে। আজ সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে কটিয়াদী সরকারী কলেজ মাঠ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও নূর মোহাম্মদ ফ্যান ক্লাবসহ অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শুভাযাত্রা বের করে।
শুভাযাত্রা শেষে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা পরে হল রোমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আলী, কটিয়াদী মডেল থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, নূর ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা ব্যারিষ্ঠার ওমর মোহাম্মদ নূর অমিত।
Leave a Reply