নিউজ ডেস্ক :
বুধবার বিকালে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতাল গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে ৬০তম বার্ষিক উৎসবের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় নূর মোহাম্মদ এমপি বলেন, ধর্মীয় যে সম্প্রীতি তা আওয়ামীলীগ ছাড়া অন্য কেউ কখনো করেনি। বিভিন্ন ধর্মের সুযোগ-সুবিধা থেকে শুরু করে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজাল উপস্থিত ছিলেন । শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট পরিতোষ কুমার চক্রবতীর সভাপতিত্বে এ-অনুষ্ঠানে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, কটিয়াদী পৌর সভার মেয়র শওকত উসমান, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু প্রমুখ।
Leave a Reply