নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ৫৪ টি প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, আমজাদ হোসেন লিটন প্রমূখ।
Leave a Reply