সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ৭০০ পরিবার এর মধ্যে জিআর চাল ও প্রতিবন্ধী ৬০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। রহিমপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ৪০০ পরিবার ও প্রতিবন্ধী ৩০ পরিবার এবং পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ৩০০ পরিবার ও প্রতিবন্ধী ৩০ পরিবার এর মধ্যে জিআর চাল ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রবাসী আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply