কমলগঞ্জ প্রতিনিধি:
চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় ক্যাডার পদের উত্তীর্ণ হয়েছেন ঢাকা সম্মিলিত সাময়িক হাসপাতাল মেডিকেল কলেজে প্রশিক্ষণ প্রাপ্ত কমলগঞ্জের ডাঃ কণিকা রাণী সিংহা।
তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাওঁ গ্রামের বাসিন্দা, কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ ও প্রতিভা রানী সিনহা দম্পতি’র বড় মেয়ে। ডাঃ কণিকা রাণী সিংহা ১৯৯২ সালে জন্ম গ্রহন করে। সে আদমপুর তেতঁইগাও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় এসএসসি, কমলগঞ্জ সরকারী কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীন হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল মেডিকেল কলেজে সুযোগ পায়। সেখানে হতে ডাক্তারী এমবিবিএস পরীক্ষায় উর্ত্তীন হয়। সেখান হতে ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে পরীক্ষায় অংশগ্রহন করে।
বিসিএসএ উত্তীর্ন হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা। ডাঃ কণিকা রাণী সিংহা বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে কর্মরত আছেন।
Leave a Reply