মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ২টি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করে ঐ দুই ব্যক্তিকে ছেড়ে দেন নিবার্হী ম্যাজেস্ট্রিট ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) সোমাইয়া আক্তার।
রবিবার (২৪এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু পরিবহনকারীদের ১লক্ষ ২৫ হাজার জরিমানা করেন।
নিবার্হী ম্যাজেস্ট্রিট ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) সোমাইয়া আক্তার ১লক্ষ ২৫ হাজার জরিমানা করার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply