কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। সোনালি হলুদ রঙের জামের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট বড় পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে।
শনিবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রোডের পৌর এলাকার ২নং ওয়ার্ডের পরিবেশবাদী সালাহ্উদ্দিন শুভ এর ব্যবসা প্রতিষ্টানের সামনে একটি জাম গাছে ও এলাকার কয়েকটি জাম গাছে দেখা যায় পর্যাপ্ত পরিমান জাম গাছে গাছে ঝুলছে। ঝুলে থাকা জামগুলোর মুকুলের দৃশ্যটি যে কাউকেই কাছে টানবে। প্রকৃতিতে শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগেভাগেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে। থোকা থোকা মুকুলেরভারে ঝুলে পড়েছে জাম গাছের ডালপালা।
জাম চাষী ছাদেক মিয়া বলেন, ‘কয়েক দিনের মধ্যে আমাদের জামগাছগুলোতে পর্যাপ্ত মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে জামের ফলনও বাম্পার ফলন হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদের পরিচর্যা ও পরামশের্র বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন।
Leave a Reply