সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কমলগঞ্জে গুটি ভাইরাস রোগে সহস্রাধিক গবাদিপশু আক্রান্ত,মৃত্যু ৩

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪৮২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে গুটি ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে প্রায় সহস্রাধিক গবাদি পশু। এসব গবাদিপশু গুটি, খোঁড়া, ফুলাসহ নানা ধরণের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত এলাকা সমুহে পর্যাপ্ত সরকারি চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে না বলে কৃষকরা অভিযোগ তুলেছেন। এই রোগে এখন পর্যন্ত ৩ টি গরুর মৃত্যু হয়েছে। করোনার এ ক্রান্তিকালে গরুর মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তবে এটি গবাধি পশুর লামথিং স্কিন ডিজিজ নামের রোগ বলে দাবি করছে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ।

 

জানা যায়,উপজেলার কমলগঞ্জ পৌরসভা, শমশেরনগর, সদর, আলীনগর, পতনউষার, মুন্সীবাজার, আদমপুর ইউপিসহ বিভিন্ন এলাকায় গবাদি পশুর ভাইরাস জাতীয় গুটি বসন্ত রোগের সংক্রমণ মারাত্মকহারে বৃদ্ধি পেয়েছে। গবাদিপশুর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুটি, খোঁড়া, ফুলা রোগ দেখা দিচ্ছে। বিগত প্রায় দু’মাস ধরে বিভিন্ন এলাকায় এ রোগের সংক্রমণ দেখা দেয়। এসব রোগে আক্রান্ত হয়ে পতনঊষারের শ্রীসূর্য্য এলাকার অশিত শীল ১টি, আলীনগর ইউপির কামদপুর এলাকার মনাফ মিয়ার ১টি ও মাধবপুর এলাকায় ১টি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় আক্রান্ত আরো অর্ধ শতাধিক গরু।

 

আলাপকালে কয়েকজন গরুর মালিক জানান, পৌরসভা এলাকা, পতনউষার, শমসেরনগর এলাকায় দীর্ঘদিন ধরে গবাদি পশুর এমন রোগ দেখা দিয়েছে। এলাকার বহু গরু আক্রান্ত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কৃষক সজ্জাদ মিয়া, হরিশ শব্দকরসহ কয়েকজন গরুর মালিক অভিযোগ করে বলেন, আক্রান্ত পশুর জন্য সরকারিভাবে ভালো কোন চিকিৎসা সুবিধাও পাওয়া যাচ্ছে না। প্রাইভেট চিকিৎসকদের অধিক মূল্য দিয়ে চিকিৎসা প্রদান করতে হচ্ছে। ফলে করোনা ভাইরাসের এই সময়কালে ব্যাপক ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে তাদের। এছাড়াও তারা আরোও অভিযোগ কওে বলেন, প্রানী সম্পদ অফিসে গেলেও সঠিক চিকিৎসা পাওয়া যায় না।

 

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হেদায়েত আলী বলেন, এটি গুটি ভাইরাস নয়, গবাদি পশুর লামথিং স্কিন ডিজিজ রোগ। বর্তমানে সবদিকে কমবেশি এ রোগে আক্রান্ত গবাদি পশু দেখা যাচ্ছে। তবে প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে করোনাভাইরাসের মধ্যেও যথাসাধ্য চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে মারা যাওয়া পশুর বিষয়ে তিনি বলেন, এগুলো হয়তো অন্য কোন রোগ বা ভূল চিকিৎসার কারণে মারা যেতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe