কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে বিষপানে এক সেলুন কর্মীর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকার রন শব্দকর-এর ছেলে সেলুন কর্মী রঞ্জন শব্দকর(১৫) শুক্রবার(১৪ জুন) রাতে তার পিতার উপর অভিমান করে রাতের কোন এক সময়ে পরিবারের সবার অজান্তে বিষপান করে।
প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১৭ জুন) সকালে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সংবাদ জানানো হয়েছে। সেখানেই তার মামলা করা হবে।’
Leave a Reply