সালাহ্উদ্দিন শুভ :
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের নতুন ও পুরাতন তিনটি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে কমলগঞ্জ পৌরসভা, রহিমপুর ও ইসলামপুর ও আদমপুরের ইউনিয়নের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে প্রায় ১০০ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। ৩ শত পরিবার পানি বন্দি রয়েছেন। প্রশাসন থেকে বন্যার্থদের জন্য ২শত প্যাকেট শুকনো খাবার ও ২ মেট্রিক টন চাল বরাদ্ধ করা হয়েছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কয়েকটি ঝুকিপুর্ণ স্থানে ভাঙ্গনের আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী।
কমলগঞ্জ উপজেলা ধলাই নদীর বিপদ সীমা অতিক্রম করে শুক্রবার রাত দুইটায় কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রামের শ্যামল পাল চৌধুরীর বাড়িসংলগ্ন এলাকার প্রায় ১০০ ফুট পরিমাণ প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনে রামপাশা ও কুমড়াকাঁপন আংশিক প্লাবিত হয়। অপর দিকে আদমপুর ইউনিয়নে নাতাজকোনা, ইসলামপুর ইউনিয়নের মুখাবলি ও রহিমপুর ইউনিয়নের জগ¦নাথপুর নামক স্থানে ধলাই নদীর পুরাতন তিনটি ভাঙ্গন উন্মুক্ত থাকায় পানি প্রবেশ করে ঘোরামারা, তিলকপুর, নাজাতকোনা, জগন্নাথপুর, প্রতাপী, কান্দিগাও গ্রাম বন্যায় প্লাাবিত হয়। শনিবার দুুপুরে নদীর পানি কম থাকায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সারা দিন বৃষ্টিপাত হওয়ায় ধলাই নদীর পানি বেড়ে রবিবার ভোর কমলগঞ্জের বন্যা আক্রান্ত এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। ৬টি গ্রামের প্রায় ৩শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন।
এদিকে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় কমলগঞ্জের বন্যার স্বাভাবিক পরিস্থিতি দেখতে আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। রামপাশা গ্রাম পরির্দশন করেন এবং বর্ন্যাতের মাঝে ১০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন। বন্যার পাশাপাশি বৃষ্টির কারনে লাঘাটা, লাউয়াছড়া, খিন্নী ও পলকি ছড়ার পানি বৃদ্ধি পেয়ে আদমপুর, ইসলামপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, আলীনগর ও পতনউষারের নি¤œাঞ্চল এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ফসলি জমি তলিয়ে গেছে। মানুষজন ঘর বাড়ি হতে বের হতে পাচ্ছেন না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কমলগঞ্জে পৌরসভার ১শত পরিবার, ইসলামপুর ইউনিয়নে ২০টি ও রহিমুপর ইউনিয়নে ৮০টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, ‘ক্ষতিগ্রস্থ ও পানিবন্দী পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ হতে ২শত প্যাকেট শুকনা খাবার ও ২ মেট্রিক টন চাল বরাদ্ধ করা হয়েছে। শনিবার স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদও বন্যা কবলিত এলাকা পরির্দশন করেন। প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে।’
Leave a Reply