সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ আগস্ট) দপুর দেড়টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টায় রুপসপুর গ্রামের মনির মিয়ার মেয়ে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী লিলি বেগম (১৯) নিজ বসতঘরের ছাদে ভিজা কাপড় শুকাতে গেলে অসাবধনতা বশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। গুরুতর আহত অবস্থায় লিলিকে মৌলভীবাজার ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াদুদ ও সমাজসেবক জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাদে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক খুলা তারে বিদ্যুৎস্পুষ্ঠ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply