কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের পালিতকোনা ও ফরকানালায় একটি অসাধু মৎস শিকারী চক্র অবৈধভাবে বিভিন্ন জলাশয়ে বাঁশের খাঁটি দিয়ে মাছ শিকার করে আসছে। বুধবার(১২ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর নেতৃত্বে অভিযানে নিষিদ্ধ এসব বাঁশের খাঁটি জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শমশেরনগর কেছুলোটি, সতিঝির গ্রাম, পতনঊষারের ধুপাটিলা, মকাবিল, শ্রীসূর্য্য, হালাবাদি, মাইজগাও, পতনঊষার, মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর, বনবিষ্ণপুরসহ বিভিন্ন জায়গায় স্থানীয় একটি অসাধু চক্র হাওর, জলাশয়ে নিষিদ্ধ কারেন্টজাল ও বাশেঁর খাঁটি পুতে মাছ শিকারে তৎপর হয়ে উঠে। অবৈধ বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করার কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা ও মাছের গতি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বাঁশের খাঁটি অপসারণ করে নিলামে বিক্রি করা হয়।
কমলগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে রহিমপুর ইউনিয়নের পালিতকোনা ও ফরকানালায় কয়েক হাজার টাকা মূল্যের বাশেঁর খাঁটি অপসারণ করা হয়েছে।
এ সময়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্ল্যাহ্, কমলগঞ্জ থানার এসআই তোফায়েল আহমেদসহ পুলিশ সদস্যদের সহায়তায় বাশেঁর খাঁটি অপসারণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
Leave a Reply