বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কমলগঞ্জে মধু চাষে নীরব বিপ্লব, বছরে কোটি টাকা আয়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৪০২ বার পড়া হয়েছে


সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আজাদ মিয়া একটি রানী মৌমাছিকে বাড়ি নিয়ে এসে বাক্সে রেখে দেন। পরে এই বাক্সে হাজারো মৌমাছি জমা হতে থাকে। সেখান থেকেই প্রথম মধু আহরণ। আজাদ মিয়ার সেই একটি রানী মৌমাছির কল্যানো আজ আশেপাশের ৩০টি গ্রামের ৪শত মধু চাষি বাণিজ্যিক ভাবে মধু চাষ করে নিরব বিপ্লব ঘটিয়েছেন। প্রথমে কোনো ধরনের প্রশিক্ষণ ও সরকারি আর্থিক সহযোগিতা ছাড়াই নিজেদের স্বল্প পুঁজি খাটিয়ে দরিদ্র চাষীরা মধু উৎপাদন শুরু করলেও বর্তমানে বিসিক ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে নিজেদের স্বাবলম্বী হতে শুরু করেছেন। অনেকেই পেয়েছেন স্বাবলম্বী হবার সুযোগ। পরির্বতন ঘটেছে পারবিারিক অবস্থায়। ৫-৬ বছর আগেও মধু চাষের বিষয়টি যে উপজেলার চাষীদের কেউ কল্পনাও করেননি অথচ আজ সেই চাষীরাই তাদের উৎপাদিত মধু বাজারজাত করে বছরে কোটি টাকা আয় করছেন। সরকারি পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ নিলে এ উপজেলা হয়ে উঠতে পারে মধুচাষের অন্যতম ক্ষেত্র।

“মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি” ছড়ার এই পংক্তিগুলোই ছিল আজাদের মাথার ভেতর। ছড়ার সূত্রেই জানা ছিল মৌমাছির এক রানি আছে। সেই রানির পিছে পিছে ছোটে সব মৌমাছি। এরপরই চলতে থাকে মৌমাছির ভিড়ে রানির খোঁজ। কিন্তু রানির দেখা তো মেলে না। একবার পাহাড়ি এক জলার ধারে দলে দলে মৌমাছি এসে পানি পান করছে, আর ফিরে যাচ্ছে। সেখান থেকে মৌমাছিদের পিছু ধরা। একসময় বনের ভেতর দেখা মিলল মৌচাকের, দেখা মিলল রানির। কৌশলে রানিকে ধরা হলো, সুতা দিয়ে বেঁধে রাখা হলো এক স্থানে। চার মাসের মধ্যেই বাক্সে জমল প্রায় ৮ কেজি মধু। ঘটনাটি ১৯৯৮ সালের। ঘটনার নেপথ্যে ছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামের মধুশিকারি মো. আজাদ মিয়া। রানি মৌমাছি ধরার পর তাঁর মধু চাষে সাফল্য আসতে শুরু হলো। তার হাত দিয়ে প্রথম মধুচাষের সূচনা হয়। ধীরে ধীরে বাড়তে থাকে মধু চাষের সংখ্যা। বর্তমানে প্রায় ৩৫টি গ্রামে বারো মাস মধু সংগ্রহ করা হয় এবং প্রায় ৪ শতাধিক চাষী মধুচাষে জড়িয়ে পড়েছেন।

এই মধুচাষিদের অনেকেই এটাকে বাণিজ্যিকভাবে বাড়তি আয়ের পথ হিসেবে বেছে নিয়েছেন। অনেকে একমাত্র জীবিকার উপায় হিসেবেও নিয়েছেন। এই মধু চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন নেই। ঘরের এক পাশে বা কোণে, বারান্দায় বা বাড়ির ঝোপঝাড়ের পাশে বাক্স রাখলেই চলে। মৌচাক বানানো, মধু সংগ্রহের বাকি কাজটুকু করবে মৌমাছি। একটি বাক্স থেকে এক মৌসুমে ৫ থেকে ২৫ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। বছরে বৈশাখ থেকে শ্রাবণ ও পৌষ এই মাসগুলোতে মৌচাকে মধু ভালো জমে। এখানকার চাষীদের উৎপাদিত মধু মৌলভীবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। তবে উন্নত প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা না থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয় চাষীদের। তার পর কেজি প্রতি ১০০০/৮০০ টাকা দরে বিক্রয় করেন চাষীরা। শুধু এলাকায় নয় প্রবাসীরাও মধু কিনে বিদেশ নিয়ে যাচ্ছেন।

মধু সংগঠক আহমদ সিরাজ বলেন, ‘আমার তিনটি বাক্স আছে। বছরে প্রতিটি বাক্স থেকে প্রায় ২৫ কেজি মধু পাই। আত্মীয়স্বজনের মধ্যে মধু বিলি করার পরও ১০/১৫ হাজার টাকা মিলে। আলাপকালে কয়েকজন চাষী বলেন, ‘কোন ধরনের প্রশিক্ষন ছাড়াই নিজেদের চেষ্টায় তারা মধু চাষ করছেন। সরকারী উদ্যোগে চাষীদের প্রশিক্ষণ ও তাদের উৎপাদিত মধু বাজারজাত হলে যেমন আরও অধিক উৎপাদন সম্ভব হতো তেমনি বাজারমূল্য আরও বেশী পেতেন।’

বিগত ৪ বছর ধরে এ উপজেলায় মধুচাষে নিরব বিপ্লব ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় রাজ মধু, দাশকুলি মধু, মাছি মধু, ঘামি মধু ও মধু মালতি- এ ৫ জাতের মধুর চাষাবাদ হলেও কমলগঞ্জে সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে দাশকুলি মধু (অ্যাপিস সেরেনা) বাক্স স্থাপনের মাধ্যমে। মধু চাষীদের বাড়িতে ২-৩টি করে মধু উৎপাদনকারী কাঠের বাক্স স্থাপন করা আছে। এসব বাক্স থেকে বছরে ৩ থেকে ৪ বার মধু সংগ্রহ করেন চাষীরা। স্বল্প খরচে এক একটি বাক্স থেকে ২৫-৩০ কেজি মধু আহরণ করা যায়। বছরে সংগ্রহীত মধু বিক্রি করে চাষীরা জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করছেন। সে হিসাবে বছরে প্রায় ৫০ হাজার কেজি মধু উৎপাদন করছেন তারা। যার বাজারমূল্য কোটি টাকা। আর এ মধুচাষের কারণে তাদের ঘরে ঘরে এখন আর অভাব নেই বললেই চলে। প্রতিটি পরিবারে ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা।

কমলগঞ্জে মধু চাষী উন্নয়ন সমিতির সভাপতি শিক্ষক আলতাফ মাহমুদ বাবুল বলেন, ‘এলাকায় মধু চাষের নীরব বিপ্লব ঘটছে। বর্তমানে বিসিক ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে সরকারী সহযোগীতা পাচ্ছেন মধুচাষীরা। এই এলাকায় মধু চাষের একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পুঁজির ব্যবস্থা, প্রশিক্ষণ ও সরিষার চাষাবাদ বৃদ্ধি করা হলে মধু চাষে আরো বিপ্লব হবে বলে দাবী করেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com