বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নান্দাইলের বহিষ্কৃত যুবদল নেতা মোবারকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ নিকলীর হাওরে শেষ মর্হুুতে বোরো ধান কাটা ও মাড়াই এবং সেদ্ধ একই হাওরে ৯৫% ধান কাটা হোসেনপুরে প্রতিবন্ধী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজে বাধা ও হুমকি দেয়ার অভিযোগ আগামীকাল তাড়াইল উপজেলার বহুল প্রতিক্ষীত বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের ‘ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই’ – উমামা ফাতেমা শতাধিক সৌদি প্রবাসীকে দেশে ফেরত নিকলীর হাওরের ৮১ শতাংশ ধান কাটা হয়েছে, শংঙ্কা কমেছে কৃষকের নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

কমলগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমুহে চলছে ভর্তি বাণিজ্য! মানা হচ্ছে না ভর্তি সংক্রান্ত নীতিমালা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৪৭৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষে চলছে ভর্তি বাণিজ্য। মানা হচ্ছে না ভর্তি সংক্রান্ত নীতিমালা ও শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা। অডিট থেকে রক্ষা পেতে অধিকাংশ প্রতিষ্ঠান প্রধানরা দুই থেকে তিনটি রেজিষ্টার্ড খাতা ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থী, অভিভাবকদের অভিযোগে অনুসন্ধানে এসব চিত্র পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এসব নির্দেশনা মানছে না। ভর্তিতে মিলাদ, আইডি কার্ড, স্কুল ম্যাগাজিন, বিএনসিসি, গার্লস গাইড, পুন:ভর্তি, উন্নয়ন ফি এসব নানা খাত দেখিয়ে নিজেদের ইচ্ছেমতো টাকা আদায় করছে। উপজেলার শমশেরনগর হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ফরমে ১শ’ টাকা, জানুয়ারী মাসের বেতন ব্যতীত ভর্তি ১১শ’ টাকা, এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে জানুয়ারী মাসের বেতন ছাড়া ৯৫০ টাকা হারে আদায় করছে। এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ১৩২০ টাকা, এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে এক মাসের বেতন ব্যতীত ১১৩০ টাকা, পতনউষার উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৪০ থেকে ১ হাজার ৬০ টাকা, মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে এক মাসের বেতনসহ ১২শ’ টাকা হারে আদায় করছে। তবে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় ৬ থেকে ৭শ’ টাকার মধ্যে ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বেসরকারী প্রতিষ্ঠানগুলো দ্বিগুণ, তিনগুণ পরিমাণ টাকা আদায় করছে।
ইউনুস মিয়া, আলমগীর হোসেন, নুরুল মোহাইমীনসহ কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজেদের ইচ্ছেমতো টাকা আদায় করছেন। তারা কোন বক্তব্য শুনতে রাজি নন। ছাত্রদের পড়াতে হলে তাদের কথামতো টাকা দিয়েই ভর্তি করতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, সারা বছর বিভিন্ন খাত দেখিয়ে আমাদের কাছ থেকে আরও টাকা আদায় করেন। ভর্তির সময়ে মিলাদ ও পূজার টাকা নিচ্ছেন আবার মিলাদ ও পূজা হওয়ার সময় চাঁদা আদায় করেন। যখন যা আসে তার জন্য টাকা দিতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন শিক্ষক জানান, প্রতিটি বিদ্যালয়ে দুই থেকে তিনটি রেজিষ্টার্ড বজায় রাখা হয়। এগুলো একমাত্র প্রধান শিক্ষক করে থাকেন। সাথে ম্যানেজিং কমিটির সভাপতিও সম্পৃক্ত। যখন অডিট আসে তখন গোপন রাখা রেজিষ্টার যেটিতে অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক লিপিবদ্ধ সেটি উপস্থাপন করেন।

তবে অভিযোগ বিষয়ে মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, শমশেরনগর হাজী মো: উস্তায়ার বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিহির ধর বাড়তি টাকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ভর্তি নিচ্ছি। তবে মিলাদ, খেলাধুলা, বিএনসিসি, আইডি কার্ড, বিদ্যুৎ এসব মিলে টাকা কিছুটা বেশি হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সনের ৩০ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২০১৬ সালের (সংশোধিত) পরিপত্র এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০১৮ সালের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। বেসরকারী স্কুল ভর্তি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী মফস্বল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সেশনফি সহ সর্বোচ্চ ভর্তি ফি ৫শ’ টাকা আর পৌর এলাকায় ১ হাজার টাকা হবে।

এছাড়া এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া যাবে না। উন্নয়ন ফি খাতেও শিক্ষার্থীদের কাছ থেকে কোন অর্থ নেয়া যাবে না। স্কুলে ভর্তি ও সেশনসহ অন্যান্য ফি বেশি নেওয়া হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ব্যবস্থা নেয়ার কথাও বলেছে।

অভিযোগ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন,‘ এধরণের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে খোঁজ নিয়ে দেখবেন।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন,‘ নীতিমালার বাইরে টাকা আদায় মোটেও ঠিক নয়। তবে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe