মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ। ভোট শুরু পর থেকে স্বতঃস্ফুর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ৬ষ্ট থেকে দশম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা।তাদের প্রত্যেকের ভোটে নির্বাচত হবে স্কুল কেবিনেট। ১৩৫৩ জন ভোটারের মধ্যে প্রতিদন্ধিতা করছে ২৫জন প্রার্থী। এ নির্বাচনে ১জন প্রধান নির্বাচন কমিশনার ও ২ জন সহকারি নির্বাচন কমিশন, ১ জন প্রিসাইডিং অফিসার ও সহকারি ৫ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন পুলিং এজেন্ট ও ১৫জন নিরাপত্তা কর্মী দিয়েই কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে,কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়,কামদপুর উচ্চ বিদ্যালয়,কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, শহীদ সৃতি উচ্চ বিদ্যালয়,চিৎলিয়া জনকল্যান উচ্চ বিদ্যালয় গুলোতে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply