কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা গত শনিবার (১৮ মে) সন্ধ্যায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ: সাধারণ সম্পাদক আশু রঞ্জন দাশ।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মুন্না রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক মায়া ধর। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সীমা রানী দাশ, সদস্য বিভা দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, প্রেসিডিয়াম সদস্য কৃষ্ণ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা ঐক্য পরিষদ নেতা জ্যোতির্ময় দেব, যোগিন্দ্র কুমার পাল, ধীরেন্দ্র মালাকার, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, শিক্ষিকা মুক্তা রানী দে, নারীনেত্রী সুমা রানী বিশ্বাস, মহিলা ইউপি সদস্য শিবানী মালাকার প্রমুখ।
সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে মুন্না রায়কে আহবায়ক, সুমা রানী বিশ্বাস, মুক্তা রানী দে, মেরী রাল্ফকে যুগ্ম আহবায়ক ও গীতা রানী কানুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।
Leave a Reply