প্রাণঘাতি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৭৬ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৩৩ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৩৭২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে গতকাল শনিবার দেশে ১২৮২ জনের শরীরে করোনা শনাক্ত এবং ৩৪ জন মৃত্যুবরণ করেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Leave a Reply