চলতি বছর থেকে কমছে সব পাবলিক পরীক্ষা আয়োজনের সময়, যার শুরু হচ্ছে এসএসসি দিয়ে। এই পরীক্ষা শেষ হবে ২৩ দিনে। তবে, ভালো ফলের প্রত্যাশা নিয়েই প্রস্ততি সারছেন শিক্ষার্থীরা। ফাঁস ঠেকাতে প্রশ্ন প্রণয়ন ও বিতরনে নেয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা।
শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ঝালিয়ে নিচ্ছেন পরীক্ষার পড়া। ক’দিন পরেই স্কুল জীবনের শেষ পরীক্ষা, তাই দম ফেলার ফুরসত নেই কারো। ভালো ফল করার প্রত্যাশা সবারই। তবে শিক্ষার্থীরা বলেন, যত সমস্যাই হোক যেন পরীক্ষা না পেছায়। তাহলে আশা করি রেসাল্টও ভালো হবে।
এবার সময় কমেছে, পরীক্ষার সূচির। সব মিলিয়ে ২৫ দিনে শেষ হবে, এসএসসি পরীক্ষা। তবে, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা থাকছে আগের মতোই। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ঢুকতে হবে কেন্দ্রে। নেয়া যাবে না ইলেকট্রনিক্স কোনো ডিভাইস। বাংলা ২য় এবং ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব পরীক্ষা হবে, সৃজনশীল পদ্ধতিতে। ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে এটি শেষ হবে, ২৭ ফেব্রুয়ারি।
তবে, প্রশ্নফাঁস ঠেকাতে প্রণয়ন থেকে বিতরণে, প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে, নিরাপত্তা। সেট নির্ধারণ করা হবে, পরীক্ষার ২৫ মিনিট আগে। মাত্র ৫ মিনিট আগে, প্রশ্নের খাম খোলা যাবে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক বলেন, এমন নিরাপত্তার ফাঁক গলে, প্রশ্নফাঁস প্রায় অসম্ভব।
Leave a Reply