অগ্রণী ব্যাংক লিমিটেড করিমগঞ্জ শাখার তৃতীয় এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ ঘটিকায় মেসার্স তানিন এন্টারপ্রাইজের আয়োজনে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে এজেন্ট (অগ্রণী দুয়ার ব্যাংকিং) শাখার উদ্বোধন করেন গুনধর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবু ছায়েম রাসেল।
করিমগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লি: কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: হায়দারুজ্জামান।
করিমগঞ্জ শাখার সিনিয়র অফিসার অসীম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: হুমায়ুর কবীর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিপ্লব কুমার সাহা, নিকলী শাখার প্রিন্সিপাল অফিসার মো: ওয়ালী উল্লাহ, দুয়ার সার্ভিসেস লি: এর এসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাফফার খান, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মো: জাহিদুল ইসলাম, নিকলী শাখার সিনিয়র অফিসার (অব:) মো: সাফি উদ্দিন, উরদীঘি মরিচখালী বাজার বণিক সমিতির সভাপতি মো: ছাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো: এরশাদ উদ্দিন, গুনধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নুরু সিকদার, বিশিষ্ট সমাজ সেবক রেনু সরকার, মো: আঙ্গুর ভূইয়া ও মো: সনজিল মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং সেবাকে জনগণের দূরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড কাজ করে যাচ্ছে।
Leave a Reply