মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। করিমগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে কিশোরগঞ্জ শহর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় হঠাৎ অটোরিকশায় আগুন ধরে যায়। এ সময় অটোরিকশাচালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Leave a Reply