কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অনার্স পড়ুয়া কলেজ শিক্ষার্থী ওমর ফারুক হৃদয় (২৩) নিহত হয়েছে। শনিবার বিকালে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকায়।
নিহত ওমর ফারুক হৃদয় (২৩) জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বকরের ছেলে। নিহত ওমর ফারুক হৃদয় করিমগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার নাজিম উদ্দিন জানান, “নিহত হৃদয় আমার চাচাত ভাই। আজ দুপুরে হৃদয় তার কয়েকজন মিলে অটোরিকশায় করে ঘুরতে বের হয়েছিলেন। হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে একটি পিক-আপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হয় হৃদয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টার দিকে হৃদয়রে মৃত্যু হয়।”
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply