নবগঠিত কমিটিতে ঢাকা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান মুরাদ’কে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির হাসনাত’কে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি অনুমোদন দেয়া হয়।
.
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব করিমগঞ্জ এর প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা এবং প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম জীবন বলেন, এটি একটি বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক এবং উদার মানব কল্যানমুখী স্বেচ্ছাসেবী মূলক সংগঠন। তিনি বলেন, সংগঠনকে সম্পূর্নভাবে রাজনীতির উর্ধ্বে রেখে কার্যক্রম পরিচালনা করা হবে। এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করা হবে: শিক্ষায় অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা। এজন্য বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সার্বিক সরবরাহ ও সহায়তা প্রদান করা। ভর্তি পরীক্ষা চলাকালীন সময় ছাত্র- ছাত্রীদের আবাসন সমস্যা সহ অন্যান্য সমস্যার সমাধান নিশ্চিত করা। বিভিন্ন সভা, সেমিনার ও প্রচারনার মাধ্যমে করিমগঞ্জ উপজেলার ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলা। করিমগঞ্জ উপজেলার ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবিষয়ক সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করা এবং নিজেদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পারিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করা।
.
সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদেরকে একটি একক ও সুনির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসা এবং করিমগঞ্জ উপজেলার শিক্ষাগত সাফল্যের দ্বার উম্মোচন করা।
.
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী এক বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।
Leave a Reply