নিউজ ডেস্ক:
গতকাল শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ঘাট সংলগ্ন হাওরে ঘুরতে বেড়িয়ে গোসল করার সময় পানিতে তলিয়ে জাহিদ হাসান জিতু (২৮) নামে ব্যাংক এশিয়া লিমিটেড এ কর্মরত এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জাহিদ হাসান জিতু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওয়ার কুমারজানি গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। তিনি ব্যাংক এশিয়া লিমিটেড এর ময়মনসিংহ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদ হাসান জিতু সাঁতার জানতেন না। ফলে গোসল করতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুজির পর দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর করিমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতে স্বজনেরা থানায় আসেন। তাদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও ওসি মমিনুল ইসলাম জানান।
Leave a Reply