শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ পৌর শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্ত্বরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে যেভাবে আমরা করোনাকে মোকাবেলা করেছি এখনও সেভাবে মোকাবেলা করতে হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে যেন আমরা অর্থনৈতিক মন্দায় না পড়ি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক, কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মাঝে মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply