আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে কিশোরগঞ্জে শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেছেন জীবিকা অর্জন করতে গিয়ে আমাদের জীবন হারালে চলবে না। জীবন থাকলেই জীবিকা অর্জন থাকবে। জীবন বাঁচাতে করোনাকে মোকাবেলা করেই আমাদের সকলকেই স্ব স্ব কর্মস্থলে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, সচেতন হয়ে জীবন জীবিকা রক্ষা করবো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। গণপরিবহনে প্রত্যেকের মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে হবে।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রুমি, জেলা মটর যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহম্মেদ কাইয়ুম প্রমুখ।
সচেতন ক্যাম্পেইনটি পরিচালনা করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। পরে শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
Leave a Reply