ডেস্ক রিপোর্ট
কানাডায় বিশ্ববিদ্যালয় চত্বরেই গাঁজা সেবনের অনুমতি দিয়েছে দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া। কিছু দিন কানাডায় গাঁজা সেবনকে আইনিভাবে বৈধতা দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় চত্বরে এই অনুমতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দেশটিতে। এর আগে কানাডার ৬৫টি কলেজে ইতিমধ্যেই গাঁজা সেবনে ছাড় দেওয়া হয়েছে।
ধূমপানের এই নতুন নিয়মের প্রতি আগ্রহ বাড়ছে বলে দাবি করেছে কানাডিয়ান ক্যান্সার সোসাইটি। ইতিমধ্যে কানাডার আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গাঁজা সেবনে অনুমতি দেয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে। কিন্তু প্রথম সিদ্ধান্ত নিল ‘দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া’ ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়টির ভ্যানকোউভার ও ওকানাগান ক্যাম্পাসে ইতিমধ্যেই ধূমপানের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। এত দিন যে নিয়ম চালু ছিল তাতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো বটেই আশপাশের এলাকাতেও ধূমপান নিষিদ্ধ ছিল। স্বাস্থ্য রক্ষার কারণেই বিশ্ববিদ্যালয় থেকে আট মিটার দূরত্বের মধ্যে ধূমপান নিষিদ্ধ ছিল
Leave a Reply