গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয় আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তয়নে র্যালী আলোচনা ও উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিমিন হোসেন রিমি এমপি, বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএইচ এম লুৎফল কবীর, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.রাশেদুজ্জামান মিয়া, এড.মাজহারুল ইসলাম, মিজানুর রহমান প্রধান, সাখাওয়াত হোসেন প্রধান ও আইয়ুবুর রহমান সিকদার।
সিমিন হোসেন রিমি বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ৩৪ কোটি টাকা কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হবে। মহান নেতা তাজউদ্দীন আহমদ কাপাসিয়া উন্নয়ন পরিকল্পনা করেছিলো। আমরা বাস্তবায়ন করছি।
.
এড.আমানত হোসেন খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গরায় স্থানীয় সরকার জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply