ভরসার নতুন জানালা (এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩) এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের( UCB )কাপাসিয়া শাখা আয়োজনে কৃষি প্রাণিসম্পদ ও মৎস্য কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ ৬০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ।
বুধবার ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী কাপাসিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে ৬০ জন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ আশরাফুল্লাহ ।
.
এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম সহ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা বিভিন্ন এলাকায় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে ৬০ জন উদ্যোক্তাদের প্রত্যেকের মাঝে ২০ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।
.
এমকেএম গোলাম মোর্শেদ খান, বলেন কথায় নয় ইউসিবিএল এলএসপি কাপাসিয়া কাজে বিশ্বাসী। সারাদেশে উদ্যোক্তা তৈরি করে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply