হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের নাটাল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বাড্ডা এলাকার গিয়াস উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (২৪), একই থানার রসুলপুর গ্রামের মৃত মাহাব আলীর ছেলে শাহিন (২৩) ও পার্শবর্তী মানিকপুর এলাকার নাসির মিয়ার ছেলে মোঃ শরিফ উদ্দিন (১৯)। এঘটনায় মাদক বহনকারি ঢাকা মেট্রো-ম ১১-৪৯৩২ নম্বরের একটি কাভার্ডব্যান জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাধপুর থানার তেলিয়াপাড়া এলাকা থেকে কাভার্ডভ্যানে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা কালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বাধীন র্যাবের একটি আভিযানিক দল ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করে। পরে ভৈরব নাটাল মোড় এলাকায় র্যাবের চেকপোষ্টের কাছে পৌছলে কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত র্যাব। এসময় সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গাড়িটির গতিরোধ করে আটক করতে সক্ষম র্যাব সদস্যরা। পরে গাড়ি তল্লাশি করে গাড়িতে সংরক্ষিত ১০কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে র্যাবের আভিযানিক দল। যার আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা।
এবিষয়ে গাড়ির চালকসহ অপর দুই যাত্রীর বিরুদ্ধে মাদক আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাব জানায়।
Leave a Reply