সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত পাওয়া পর সিরাজগঞ্জে বোরহান উদ্দিন (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া সন্তানের সন্ধান দাবীতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ যুবকের পরিবার।
আজ রবিবার দুপুরে রায়গঞ্জ উপজেলার এরানদহ গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ যুবক বোরহান উদ্দিনে মা রাশেদা খাতুন ও তার
পিতা জয়নাল আবেদীন। এসময় স্থানীয় লোজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে বোরহান উদ্দিন (২৮) কে গ্রেফতার করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। দুই বছর ৯ মাস কারাগারে আটক থাকার পর গত ৭এপ্রিল আদালত তাকে অন্তবর্তীকালিন জামিন প্রদান করেন।
জামিনপ্রাপ্ত বোরহান উদ্দিন ৮ এপ্রিল সকালে কারাগার থেকে বের হলে সাদা পোষাকের একদল লোক তাকে একটি মাইক্রেবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে আজ তার পরিবার সংবাদ সম্মেলন করেন। বোরহান উদ্দিনের সন্ধানের দাবী জানিয়ে এব্যাপারে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তার পরিবার।
Leave a Reply