মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ায় পৌঁছে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সফররত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং তাদের সহকারী প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।
আলোচনার সময় দুই নেতার বসে থাকার ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়া।
এতে দেখা গেছে বৈঠকের শুরুতেই পুতিন কিমকে বলেন, ‘প্রিয় চেয়ারম্যান, আপনাকে রাশিয়ায় দেখে এবং আতিথেয়তা করতে পেরে আমি খুবই আনন্দিত। এবার ভস্টোচনি কসমোড্রোমে (রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র) বসতে আমরা সম্মত হয়েছি।
রাশিয়ার ভস্টোচনি কসমোড্রোমে ওই বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করবেন। কারণ এ বছর উত্তর কোরিয়া দু’বার তা উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়ায় কিমের এ সফরের অন্যতম উদ্দেশ্য হলো অস্ত্র বিক্রি করা। কেননা পশ্চিমাদের সহায়তারয় গত একমাস ধরে ইউক্রেন পাল্টা হামলা চালাতে শুরু করেছে। ফলে পরিস্থিতি মোকাবিলায় রাশিয়া আরও কঠিন প্রস্তুতি নিচ্ছে। এজন্য আলোচনায় অস্ত্র সহায়তা প্রাধান্য পেতে পারে।
সংবাদমাধ্যম বলছে, উত্তর কোরিয়ার রাশিয়াকে অস্ত্র সহায়তার বিপরীতে খাদ্য জ্বালানি ও আধুনিক সামরিক প্রযুক্তির সহায়তা চাইতে পারে। দেশটি করোনার সময় থেকে নিজেদের সীমান্ত বন্ধ রাখায় কোনো ধরনের খাদ্য আমদানি করেনি। ফলে ক্রমেই দেশটির মজুদ ফুরিয়ে আসছে।
রুশ কর্মকর্তারা বলছেন, কিমের এবারের সফরে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নিয়ে আলোচনা হবে।
Leave a Reply