নিউজ ডেস্ক :
অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ ফরিদ মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদরের কালিয়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইসলাম উদ্দিন।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীকে ওয়ারেন্টমূলে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
Leave a Reply