কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই জন নিহত ও ত্রিশ জন আহত হয়েছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় টেম্পু স্ট্যান্ডে লোক উঠানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার স্থানীয় টেম্পু স্ট্যান্ডে লোক উঠানোকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। এরই জেরে আজ শনিবার সকালে দু’পক্ষের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে সংঘর্ষে লিপ্ত হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আর নিহত দুইজনকে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply