কটিয়াদী প্রতিনিধি
গত ১লা ডিসেম্বর টঙ্গী আলেম ওলামা ও তাবলীগের সাথীদের উপর অতর্কিত হামলা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের সাদ’পন্থী ওয়াসিফ নাসিম গংদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষ করে ইমাম-ওলামা ঐক্য পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কটিয়াদী পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড বালুর মাঠে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন কটিয়াদী জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান,কাজিরচর মসজিদের মুহতামিম মুফতি ইসমায়িল হোসেন,কটিয়াদী ভোগপাড়া জামে মসজিদের খতিব ওয়েজ করুনি,কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খতিব মাওলানা জহিরুল হক,মুফতি আবদুল রশিদ প্রমুখ। মিছিলে অংশগ্রহন করেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply