নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপরে উত্তর চানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের উত্তর চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে কৃষক দেলোয়ার হোসেন মাহতাবের সাথে বিয়ে হয়েছিল ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মাস্টারের মেয়ে মাস্টার্স পরীক্ষার্থী প্রজ্ঞা মোস্তফার ।
ঘটনার সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মাহতাব গরু জবাই করার ছুরি দিয়ে স্ত্রী প্রজ্ঞার মাথা ও ঘাড়ে উপর্যুপরী ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘাতক স্বামী মাহতাবকে আটক করে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Leave a Reply