কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে প্রথমবারের মতো জেলার সর্বস্তরের মানুষের কাছে পুলিশি সেবার মান আরোও গতিময় ও জনগণের দারপ্রান্তে পৌছে দেওয়ার উদ্দেশ্যে জনসাধারণের সুবিধার্থে জিডি করার জন্য প্রতি থানায় আবেদন ফরম ও জিডির কার্ড বিতরনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বুধবার এই কার্যক্রেমের শুভ উদ্বোধন করা হয়।
এখন থেকে সাধারন মানুষের জিডি করার জন্য আলাদা কোন সাদা কাগজে জিডি না করে থানা থেকে প্রদত্ত আবেদন ফরম পূরণ করে জিডি করতে পারবেন। এ পদ্ধতিতে জনসাধারণ জিডি ফরম পূরনের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে জিডি ফরম পূরনের একটি কপি ও সংরক্ষণের জন্য পুলিশের মনোগ্রামসহ একটি পাবলিক কার্ড পাবেন এবং কার্ডের পিছনের অংশে সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারদের মোবাইল নম্বর দেওয়া আছে।
অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)। এসময় তিনি সাংবাদিকদের বলেন- এ পদ্ধতির মাধ্যমে জিডি করতে আসা মানুষ সস্পূর্ণ স্বচ্ছতা ও হয়রানি মুক্তভাবে থানায় জিডি অন্তভূর্ক্ত করতে পারবেন এবং থানায় আসতে স্বাচ্ছন্দবোধ করবেন।
Leave a Reply