শামছুল আলম শাহীন :
কিশোরগঞ্জ টু করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সতাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চারিগ্রামের মো. কাছু মিয়ার ছেলে মুক্তাদির (৬০) ও একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে মো. রাজিব মিয়া (২৭) নিহত হয়েছে। জাহিদ মিয়া (২৬), এরশাদ উদ্দিন (৪০) ও মনিরুল ইসলামকে(৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও আত্মীয়স্বজনরা জানান, মিঠামইন উপজেলার ফাইভ মার্ডার মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা স্থল থেকে ট্রাক্টর ও সিএনজি ড্রাইভার পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।
Gizli Hayranlarimi Ögrenmis oldum
site basarili bence geçte olsa geliyor takipçiler??