দিলীপ কুমার সাহা ::
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী । পরিবার পক্ষ থেকে মামলা করায় ওই ছাত্রীটির পরিবারকে এলাকা ছাড়ার হুমকির দিচ্ছে। বর্তমানে ছাত্রীর পরিবারটির নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, হিলচিয়া একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া (১৩) ছাত্রীটিকে দশম শ্রেণির ছাত্র হিলচিয়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে অন্তর আলী (১৬)। ২০১৮ সালের নভেম্বরে সুযোগ বুঝে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে মুখে ওড়না প্যাঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। প্রভাবশালী পরিবারের বখাটে সস্তান অন্তর আলীর ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ছাত্রীটি বর্তমানে আড়াই মাসের অন্তঃসত্ত্বা । অন্তঃঃসত্ত্বা হওয়ার পর থেকে ছাত্রীটি আর স্কুলে যাচ্ছে না। এ নিয়ে বিপাকে পড়ে ছাত্রীটির দরিদ্র কৃষক পরিবার। গত ৭ জানুয়ারি গ্রাম্য সালিশে সালিশকারীরা ধর্ষণের শিকার ছাত্রীটিকে ধর্ষক অন্তর আলীকে বিয়ে করে পাপমোচন করার সিদ্ধান্ত হলেও সালিশে তিন দিনের সময় নিয়ে অন্তরের দাদা শেখ নছুর উদ্দিন সালিশ থেকে চলে যান। এরপর আর কেউ কোনো খবর নেয় না।
ছাত্রীর মা বাদী হয়ে গত ১৫ জানুয়ারি কিশোরগঞ্জের ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারপ্রার্থী হন। বিচারক অভিযোগ আমলে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেটকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সে অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক সাদ্দাম হোসেন গত (২২জানুয়ারি) মঙ্গলবার ধর্ষণের শিকার ছাত্রীর বাবা এবং গ্রাম্য সালিশে অংশ নেয়া মাতব্বর গোলাপ মিয়া, রায়হান ভূঁইয়া, সুজন মিয়া ও সুমন মিয়াসহ পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন।
ধর্ষণের শিকার ছাত্রীটি সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা হলে, তারা সবাই মেয়েটির প্রশংসা করে বলেছেন, সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েটি নিয়মিত ক্লাসে আসত। সদা হাসি-খুশি থাকত। তার এই পরিণতিতে স্কুলের সবাই ভেঙে পড়েছে। তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আর বাবা জানান, আদালতে গিয়ে কেন মামলা করলাম এতেই ক্ষুব্ধ ধর্ষকে পরিবার। ছেলেটির মা পারভিন আক্তার আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে মামলা না তুললে, আমাদেরকে এলাকাছাড়া করা হবে। বর্তমানে পরিবারটির নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি আরো বলেন, এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি জানিয়েছি। এ ছাড়াও থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানিয়েছেন। সবাই বিচারের আশ্বাস দিয়েছেন।
তবে ছেলেটির মা বলেন , আদালতে মামলা হওয়ার পর থেকে আমাদের পরিবারের সবাই ভয়ে আছি। হুমকি দিবো কী করে। মেয়েটির পরিবার কারো কু-মন্ত্রণার নিচ্ছে।
ইলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মাজাহারুল ইসলাম নাহিদ জানান, বিষয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি ছেলে পক্ষকে ডেকে এনে চেষ্টা করেছি কিন্ত তারা বিয়েতে রাজি হচ্ছে না। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি এবং তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। এ ছাড়াও মেয়েটির পরিবারের কোনো লোকদের যেন কোনো ক্ষতি না করতে পারে সে ব্যাপারে আমি সর্তক আছি।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত ) শফিকুল ইসলাম জানান, ছাত্রীর পরিবারকে পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply