কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন লেগে দুই শিশুসহ একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও এক কিশোরীর অবস্থা আশংকাজনক। অগ্নিদগ্ধদের কিশোরগঞ্জ ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী জানান, শনিবার বিকেলে মিঠামইনের উপজেলার কাটখাল হাজীপাড়া গ্রামের আব্দুস ছালামের স্ত্রী রমচান্দেন্নেছা রান্না করতে যাওয়ার পর সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে রান্নাঘরে আগুন লেগে যায়। এতে দুই শিশুসহ অন্তত ৯ জন আগুনে দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন, গৃহকত্রী রমচান্দেন্নেছা, তার পুত্র কামাল, কিশোরী পরাভীন, আনোয়ার, তাছলিমা, জুয়েনা, তহুরা, দেড় বছরের শিশু উম্মেহানী ও দুই মাস বয়সী শিশু উম্মে হাবিবা।
আহতদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দেড় বছরের শিশু উম্মেহানী ও দুই মাস বয়সী শিশু উম্মে হাবিবা এবং কিশোরী পারভীন গুরুতর দগ্ধ হয়েছে।
Leave a Reply