বর্তমান সরকারে ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে একটি বিশেষ উদ্যোগ ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প’। আজ শুক্রবার বিকেল ৪টায় কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে যশোদল ইউনিয়নে এই প্রকল্পের ১৮ জন উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জন-প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. জাকিয়া নূর লিপি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মাছুমা আক্তার, যশোদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, যশোদল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল হক বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই প্রকল্পের উপকারভোগীদের একজন বলেন- বহুদিন ভাঙ্গা ঘরের নিছে রাত কাটিয়েছি, সরকার আমাকে ঘর দিছে এজন্য সরকারের নিকট কৃতজ্ঞ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- দেশে এক সময় প্রচুর খাদ্য সংকট ছিল, এখন আমাদের দেশ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ। সরকার এখন উদ্যোগ নিয়েছে যাদের জমি আছে ঘর নেই, তাদের ঘর তৈরী করে দিবে। ইনশাল্লাহ একটি মানুষও যাথে ঘর বিহীন না থাকে সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের পৈতৃক নিবাস যশোদলের গ্রামের বাড়িতে নামায আদায় করে সৈয়দ আশরাফুল ইসলামের জন্য বিশেষ দোয়া ও মিলাত মাহফিলে উপস্থিত ছিলেন।
Leave a Reply