সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের ৪ ইউনিয়নে ১৫০১ জনের অবৈধ জন্ম নিবন্ধন, ৯ জনকে শোকজ

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
কিশোরগঞ্জের ৪ ইউনিয়নে ১৫০১ জনের অবৈধ জন্ম নিবন্ধন, ৯ জনকে শোকজ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নে ১ হাজার ৫০১টি অবৈধ জন্ম নিবন্ধন হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে ২১৪টি,গুরুই ইউনিয়নে ২৫৩, জারইতলা ইউনিয়নে ৫৪৮ ও ছাতিরচর ইউনিয়নে ৪৮৬ নিবন্ধন রয়েছে।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ নিকলীর চার ইউনিয়নের ৯ জনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছেনে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ৯টি শোকজ নোটিশে বলা হয়েছে, দ্বৈবচয়নের ভিত্তিতে কথিত নিবন্ধনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানা মনগড়া।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘এসব অবৈধ জন্ম নিবন্ধন সনদ তৈরি হওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বহিরাগত ব্যক্তিদের জন্ম সনদ গ্রহণের আশঙ্কা সৃষ্টিসহ অযাচিত জন্ম সনদ তৈরির ফলে ডাটাবেইসের শুদ্ধতা লঙ্ঘিত হয়েছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর অবৈধ জন্মনিবন্ধনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর নিকলী উপজেলা প্রশাসন চার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) চারজন উদ্যোক্তাকে অব্যাহতি দেয়। বেশির ভাগ জন্ম নিবন্ধন বিলম্বিত, অর্থাৎ ১৮ বছরের ওপরে। এসব জন্ম নিবন্ধন সনদ বহিরাগতদের বলে প্রতীয়মান হয়েছে।

শোকজ নোটিশ পেয়েছেন নিকলীর গুরুই ইউপি চেয়ারম্যান মোঃ তোতা মিয়া, সচিব মো. আল আমিন ও হিসাব সহকারী রাফসান জানি, সিংপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সচিব মো. আসাদুজ্জামান, জারইতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন আফরোজ, সচিব মো. নূরুল ইসলাম এবং ছাতিরচর ইউপি চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান চৌধুরী ও সচিব মো. বজলুর রশিদ ভুঞা। শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শনিবার (১৬সেপ্টেম্বর) নিশ্চিত করেন।

জেলা প্রশাসকের শোকজ নোটিশে এই ৯ জনের উদ্দেশে বলা হয়, অননুমোদিত ব্যক্তির সঙ্গে আইডি পাসওয়ার্ড শেয়ার করার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) চাকরি বিধিমালা, ২০১১-এর ৩৪(ক), (খ), (ঘ) ও (ঙ)-এর (ঈ) বিধিমোতাবেক কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সিংপুর ইউনিয়নের তালিকায় জুলাইয়ে ১২টি মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা থাকলেও সচিব ৭৮টি মৃত্যু নিবন্ধন করেন। যার বেশির ভাগই ভুয়া।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মত শাকিলা পারভীন বলেন, ৪ ইউনিয়নে জন্মনিবন্ধনে অনিয়ম হয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই করে অবৈধ সব জন্ম নিবন্ধন বাতিল করা হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe