জাকিয়া তাযকিরাতুল :
কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ ইউনিট।
গত ১০ ফেব্রুয়ারি শহরের তারাপাশা এলাকার আলমগীর হোসেনের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে বাড়ির দলিল, নগদ টাকা, আসবাবাপত্রসহ প্রায় ৪০ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ ইউনিটের কার্যনিবার্হী কমিটির সদস্য বিলকিস বেগম, ইউনিট লেভেল অফিসার মো: আব্দুল মোতালিব, যুব প্রধান হোসাইন মোহাম্মদ প্রদীপ,উপ যুব প্রধান প্রান্ত বণিক ও কাজী নাজমুল হাসান এবং ইউনিটের যুবসদস্যবৃন্দ।
Leave a Reply