যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের আয়োজনে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) বেলা ১২ টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ আয়োজনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন।
Leave a Reply