নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্তবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ গতকাল মঙ্গলবার অনুষ্টিত হয়েছে। বিদ্যালয় নাট্যদল এবং আইন ও শালিশ কেন্দ্রের সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
এতে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়,আতরজান উচ্চ বিদ্যালয়,কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে। উল্লেখ্য, এ চারটি বিদ্যালয় গত ১০ বছর যাবত যৌথভাবে এ বিতর্ক প্রতিযোগিতা চালিয়ে আসছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ-আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু খালেদ পাঠান। এ সময় উল্লেখিত চারটি বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
Leave a Reply