কিশোরগঞ্জ শহরের বত্রিশ ও কলাপাড়া এলাকা হতে ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (১২ জানুয়ারি) গভীর রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৩৯) কে ৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৮ হাজার ৭শ টাকা ও নারী মাদক ব্যবসায়ী জান্নাতুল ইসলাম বৃষ্টি (২৬) কে ৪৫০ পিস ইয়াবা’সহ র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মো: বাবুল মিয়া জেলা শহরের মনিপুরঘাট এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে এবং মাদক ব্যবসায়ী জান্নাতুল ইসলাম বৃষ্টি শহরের কলাপাড়া এলাকার সাঈদ বীন আমিনের স্ত্রী।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান (বিএন) জানান, র্যাবের কাছে গোপন সংবাদ ছিল তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তারা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply