স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের নির্দেশনায় কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা মনিটরিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা: মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন কিশোরগঞ্জ শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এ সময় উক্ত দুই হাসপাতালের কর্তৃপক্ষ ও জরুরি বিভাগ ও অন্ত বিভাগে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ দিন রোগীদের উন্নতমানের খাবার ও পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যও খাবারের ব্যবস্থা করায় উভয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
ডা: মুজিবুর রহমান জানান, ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নিজ নিজ জেলায় হাসপাতাল পরিদর্শনের নির্দেশনা ছিল। সেই সুবাদে জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
Leave a Reply