গত মঙ্গলবার (২৬ মে) জেলায় সংগৃহীত মোট ১৪১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। রোববার (৩১ মে) রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এই ১৪১ জনের নমুনার মধ্যে নতুন করে ৩০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।
শনিবার (৩০ মে) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩২৩ জন। রোববার (৩১ মে) নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।
এদিকে নতুন করে জেলায় ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৯৫ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জন।
Leave a Reply